ইন্টার্ন চিকিৎসকের উপর আবারো হামলা, ৩ দিনের সাজা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার ২৫০ শয্যা হাসপাতালে আবারো বহিরাগতদের আক্রমণের শিকার হয়েছে এক ইন্টার্ন চিকিৎসক।

পরে তাকে ধরে জেলা প্রশাসন ও পুলিশে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত শহীদ পিংকি ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারী মোহাম্মদ আয়াত উল্লাহ জুয়েলকে ৩ দিনের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ৪ এপ্রিল জেলা সদর হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর বর্বরোচিত হামলার প্রেক্ষিতে রবিবার (৭ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবীরসহ অন্যান্য চিকিৎসক নেতাদের নেওয়া সিদ্ধান্ত ছিল ‘তাৎক্ষনিক মোবাইল কোর্ট’ পরিচালনা করা।

তারই প্রতিফলন ঘটেছে বলে জানান জেলা সদর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৩ দিনের সাজা, ইন্টার্ন চিকিৎসকের উপর আবারো হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন