ইসলামের দোহাই দিয়ে যারা অপকর্ম করে তাদের আইনের হাতে তুলে দিন: এমপি কমল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

ইসলামের সুমহান সৌন্দর্য মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে উলামা-মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ইসলাম মানবতার মুক্তির ধর্ম। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রপন্থা ইসলাম সমর্থিত নয়। যারা ইসলামের দোহাই দিয়ে অপকর্ম করে তাদের আইনের হাতে তুলে দিন। তারা ধর্ম ও দেশের দুশমন।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন।

সাইমুম সরওয়ার কমল বলেন, আপনাদের প্রতি সমাজের সর্বস্তরের মানুষের আস্থা রয়েছে। আপনাদের সঠিক নির্দেশনা একজন মানুষের জীবনের পথ বাতলে দিতে পারে। সুপথ ফিরে পাবে দিকভ্রান্ত মানুষগুলো। আসুন আমরা যে যার অবস্থান থেকে দেশের পক্ষে কাজ করি। তাহলে দেশ এগিয়ে যাবে। সমাজ উন্নত হবে।

ইফার উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি। সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া সমাবেশে ফিল্ড অফিসার ফজল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল ফয়েজ।

উলামা-মাশায়েখ সমাবেশের আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সাইমুম সরওয়ার কমল এমপি। বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে উত্তীর্ণরা জাতীয় প্রতিযোগিতায় যাবে।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম। এদিন সকালে কুরআনখানি, হিফজুল কুরআন প্রতিযোগিতা, দোয়া মাহফিল এবং দুপুরে জেলা কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন