উখিয়ায় করোনা সংক্রমণ রোধে তৎপর প্রশাসন

fec-image

দিন বাড়ছে করোনা সংক্রমন। মানছেনা বিধিনিষেধ। অবশেষে করোনা সংক্রান্ত বিধি নিষেধ বাস্তবায়নে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বুধবার (১৯জানুয়ারি) উখিয়ায় বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে ১০টা মামলায় পঁচিশ জনকে ২৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন।

স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করাসহ পাঁচশত লোকের মাঝে কাপড়ের মাস্ক বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, করোনা সংক্রমণ রোধে এই অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

একই দিন বিকেলে এক বিজ্ঞপ্তিতে তিনি আরো জানিয়েছেন, উখিয়া উপজেলার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো ভ্যাকসিন নেয়নি, তাদের আগামীকাল ২০ জানুয়ারি সকাল ৯.৩০ থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন