কক্সবাজারের ৩ পুকুরকে ঘিরে তৈরি হচ্ছে বিনোদন স্পট

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী ৩ দীঘির সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

পুকুর ৩টি হলো- শহরের লালদীঘি, গোলদীঘি ও বাজারঘাটাস্থ নাপিতা পুকুর।

এই ৩ পুকুরকে ঘিরে বাস্তবায়ন করা হচ্ছে ৩৬ কোটি টাকার সৌন্দর্যবর্ধন প্রকল্প। সম্প্রতি এই প্রকল্পের কার্যাদেশও প্রদান করা হয়েছে। সৌন্দর্য্য বর্ধন হলে এই পুকুর তিনটি হবে পর্যটন নগরী কক্সবাজারের নতুন বিনোদন কেন্দ্র।

কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের বাড়তি বেড়ানোর স্থান হবে এই তিন পুকুর। সেই সাথে শহরবাসীদের সুন্দর ও স্বস্তিদায়ক অবসর সময় কাটবে সেখানে। এমন পরিকল্পনা নিয়ে এই তিন পুকুরের সৌন্দর্য্য বর্ধন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

কউক’র চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।

কউক সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরকে একটি পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়তে শহরের লালদীঘি, গোলদীঘি ও বাজারঘাটাস্থ নাপিতা পুকুরকে কেন্দ্র করে সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব পুকুর পুন:খননসহ ভৌত সুযোগ সুবিধার উন্নয়ন ঘটিয়ে আধুনিক ও পর্যটন বান্ধব হিসাবে গড়ে তোলা হবে। ইতোমধ্যে সরকারিভাবে ই-টেন্ডারের মাধ্যমে ৩৬ কোটি টাকার তিনটি প্রকল্পের কার্যাদেশ তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে। ২০২০ সালের জুনের দিকে প্রকল্প তিনটির কাজ শেষ হবার কথা রয়েছে।

এসব প্রকল্পের আওতায় পুকুর তিনটি ঘিরে সবুজ বেস্টনি, সাইকেল স্ট্যান্ড, পুকুরের পাড় বাঁধাই, ওয়াকওয়ে নির্মাণ, রিটেইনিং ওয়াল নির্মাণ, আলোকসজ্জা, বিদ্যুতায়ন, পয়:নিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শহরের চিত্রই পাল্টে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারের ৩ পুকুরকে ঘিরে তৈরি হচ্ছে বিনোদন স্পট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন