কক্সবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের অভিযান

fec-image

পবিত্র রমজানের আগে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।

বুধবার (৩১ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে শহরের বড়বাজার এলাকায় অভিযানে ১৩টি মামলায় ২৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সতর্ক করা হয় ব্যবসায়ীদের।

এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি লিফলেট আকারে জনসাধারণের মধ্যে বিলি করা হয়।

স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে এবং বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের শক্তিশালী টিম।

কোনভাবে যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সে ব্যপারে সব স্তরের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বুধবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, কোন পণ্যের মূল্যে স্থায়ীত্ব নাই। রমজানের আগেই লাফিয়ে বাড়ছে প্রায় সব পণ্যের দাম। শাক, সবজি, তরিতরকারি থেকে শুরু করে সকল কিছুতে বাড়তি। মাছ, মাংস ও চালের বাজার আরো গরম। অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি সাধারণ মানুষ।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু সিন্ডিকেট প্রথা ভাঙতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে অভিমত ভোক্তাদের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন