কক্সবাজারে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে মতবিনিময় সভা

fec-image

কক্সবাজারে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে কৃষক, কৃষিপণ্য ব্যবসায়ী, রপ্তানিকারক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কৃষিপণ্যের বাজার মূল্য এবং বাজার সংযোগ সৃষ্টি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে পৌর সুপার মার্কেস্থ ফেডারেশন কার্যালয়ে কৃষি বিপণন অধিদপ্তর কক্সবাজার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবদুল গাফফার খাঁন। তিনি ব্যবসায়ীদের বক্তব্য আন্তরিকতা সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়, কক্সবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহজাহান আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছ।

সভায় ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ, চাউল বাজার ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতি, ভােগ্যপণ্য ব্যবসায়ী সমিতি, কাঁচা মাল ব্যবসায়ী ও রপ্তানীকারকের প্রতিনিধিগণ ব্যক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন