কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় রামুর ইউপি চেয়ারম্যানসহ ৩ নিহত, আহত ১৫

222111221

রামু প্রতিনিধি: 
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের খরুলিয়া দরগা নামক স্থানে মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩ টার দিকে যাত্রীবাহী শ্যামলী মা (নং চট্টমেট্টো ব ১১- ০২২২) ও মাইক্রো বাস (”ট্টমেট্ট্রো ছ ১১-১১৪২) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে ।

নিহতরা হলেন, মাইক্রোবাস যাত্রী রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা জাফর আলম (৫০), রশিদ নগর বড় ধলির ছড়া এলাকার মৃত তাজুল মুল্লুকের ছেলে নুরুজ্জামান প্রকাশ মাইজ্যা (৭০) ও মাইক্রোবাস চালক রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মৃত নজির আহমদের ছেলে শামসুল আলম।

এদিকে আহত সরওয়ার আলম (২৪), আব্দুল রাজ্জাক (৭০) মো. হোসেন (২৭), সাইফুল ইসলাম (২৫), শামসুল আলম (৩০) নুরুল আলম (৪৫),আজিজুর রহমান (২০), আব্দুর মোতালেব(৫০) ও ছানিয়া (২২)সহ পনের জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।

এদিকে দূর্ঘটনার পরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল প্রায় তিনঘন্টা বন্ধ ছিলো। এদিকে কক্সবাজার মডেল থানার সহকারি পুলিশ সুপার ছত্রধর সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন