কক্সবাজারে হত্যা মামলার আসামির যাবজ্জীবন

fec-image

কক্সবাজারে হত্যা মামলায় মো. খোকন নামের আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে নগদ ১ লাখ টাকা সাথে অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এসটি মামলা নং -২২৩/২০০৮ শুনানি শেষে রায় ঘোষণা করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) নিশাত সুলতানা।সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ার খুটাখালী উত্তর ফুলছড়ি নাইফের ঘোনা গ্রামের মো. আইয়ুবের পুত্র।

এ সময় একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী। আসামি পক্ষে অ্যাডভোকেট হোসেন রাফাত ফিরোজ মামলাটি পরিচালনা করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি উত্তর ফুলছড়ি মসজিদ থেকে মাগরিব নামাজ শেষে বের হওয়ার পথে আব্দুল মজিদ নামক ব্যক্তির উপর আসামি মো. খোকন হামলা করেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে তার মা খুরশিদা বেগম চকরিয়া থানায় মামলা করেন। যার জিআর মামলা নং-৪০/২০০৮, থানা মামলা নং-১০।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসামি, কক্সবাজার, মামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন