কক্সবাজারে হেফাজতে ইসলামের বিক্ষোভ

fec-image

ভোলার বোরহানুদ্দিনে আল্লাহ তা’আলা ও  মহানবী মুহাম্মদ (স.) সম্পর্কে  কটূক্তিকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র (শুভ) এর ফাঁসির দাবীতে কক্সবাজারে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (২১ অক্টোবর) বাদে আছর শহরের খুরুশকুল মাথায় তৌহিদী জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশোত্তর  বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারঘাটা আইবিপি রোড চত্বরে পৌঁছে শেষ হয়।

বিক্ষোভ মিছিলকারীরা আল্লাহ ও রাসুল (স.) সম্পর্কে কটুক্তিকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র (শুভ) এবং নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর নির্বিচারে হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবীতে নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও নেজামে ইসলাম পার্টির জেলা আমীর ওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তৃতা করেন, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা  বলেন, মহান আল্লাহ ও  মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোন মুসলমানই বরদাশত করতে পারেন না। ইসলাম, দেশ ও জাতির দুশমনদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল মিটিং করা আমাদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার।

এরকম শান্তিপূর্ণ কর্মসূচীতে নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে। ভোলার মাটি আজ তাওহিদী জনতার রক্তে রঞ্জিত হয়েছে। ভোলার নবীপ্রেমিক শহীদ- গাজীদের এ রক্ত বৃথা যেতে দেবোনা ইনশাআল্লাহ।  অনতিবিলম্বে আল্লাহ তা’আলা  ও মহানবী হযরত মুহাম্মদ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে  কটূক্তিকারীর  সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবীপ্রেমিকদের ওপর গুলিকারী কুখ্যাত সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সেই সাথে ধর্মাবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে ব্লাসফেমী আইন পাশ এবং উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণারও জোর দাবি জানান। অন্যথায় বিশ্বনবীর  সম্মান রক্ষায় দেশের কোটি কোটি নবীপ্রেমিক তৌহিদী জনতা নাস্তিক- মুরতাদ তথা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলত বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি  মাওলানা নুরুল আল মামুন, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু মুসা, জেলা হেফাজতের অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, জেলা দায়িত্বশীল মাওলানা এহতেশামুল হক, মাওলানা মনজুরে ইলাহী,  কক্সবাজার পৌরসভা সাধারণ সম্পাদক  মাওলানা সায়েম হোসেন চৌধুরী, হেফাজত নেতা মাওলানা আব্দুর রাজ্জাক,  প্রমুখ।

নেতৃবৃন্দ পুলিশের গুলিতে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা   জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজারে, বিক্ষোভ, হেফাজতে ইসলামের
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন