কক্সবাজার জেলা প্রশাসকের কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন

কক্সবাজার জেলা প্রশাসক মো, আব্দুল মান্নান কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ এলাকা পরিদর্শন করেন।
এসময় সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যন এটিএম নুরুল বশর চৌধুরী জরুরি ভিত্তিতে দ্বীপের মানুষের স্বার্থ রক্ষায় বর্ষা মওসুম আসার আগেই ভাঙা বাঁধ মেরামতের দাবি জানান জেলা প্রশাসকের কাছে।
পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহি অফিসার ক্যথোয়াইপ্রু মারমা’র সভাপতিত্বে উপজেলার ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment
















