কক্সবাজার সৈকতে মহাসমারোহে প্রতিমা বিসর্জন শনিবার

Cox. pic-, puja

কক্সবাজার প্রতিনিধি:
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে জেলার সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শনিবার ৪ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এ দিন কক্সবাজার সৈকতে নামবে লাখো পুজার্থির ঢল।

জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজার প্রধান প্রতিমা বিসর্জন অনুষ্ঠান প্রতি বছরই কক্সবাজার সৈকতে হয়ে থাকে। এদিন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ছাড়াও সকল সম্প্রদায়ের মিলনমেলা বসে। এতে মুখরিত হয় সৈকত পাড়।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলা সহ সভাপতি রতন দাশ জানিয়েছেন, অত্যন্ত আনন্দ-উত্তেজনার মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে শনিবার। প্রশাসনিক জোরদার নিরাপত্তা ব্যবস্থায় প্রতিমা বিসর্জন দেয়া হবে।

তিনি আরো জানিয়েছেন, চকরিয়া উপজেলার বিষয়ে যে সমস্যাটি বিদ্যমান ছিল তা কেটে গেছে। চকরিয়ার প্রতিমা গুলোও যথাসময়ে কক্সবাজার এনে বিসর্জন দেয়া হবে। তিনি বিসর্জন অনুষ্ঠান সকলকে উপভোগের জন্য আমন্ত্রণ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন