কক্সবাজার সৈকতে লাখো ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন

fec-image

কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন। বুধবার (৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে সৈকতের লাবণি পয়েন্টে দেবী দুর্গাকে বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।

প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে সৈকতের লাবণি পয়েন্টে বুধবার দুপুর ২টার পর থেকে জেলার কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, সদর, ঈদগাহ, চৌফলদন্ডী ছাড়াও নাইক্ষ্যংছড়ি থেকে শোভাযাত্রা সহকারে প্রতিমা আসতে শুরু করে। প্রতিমায় ভরে যায় সমুদ্রসৈকতের অনুষ্ঠানস্থল।

অতীতের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

লাবণি পয়েন্টে বিজয়া দশমীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ শান্তি-সম্প্রীতির দেশে পরিণত হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল করের দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মাফুজুল ইসলাম,কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ,জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান, র‌্যাব ১৫ আধিনায়ক খায়রুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সমুদ্র সৈকত লাখো মানুষের সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় এই বিসর্জন অনুষ্ঠান। বিকেল সাড়ে পাঁচটায় বিসর্জন মন্ত্রপাঠের মাধ্যমে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সম্পন্ন হলো সনাতন সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, প্রতিমা বির্সজন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন