রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন দোকান কর্মচারিদের খাদ্য সামগ্রী বিতরণ

fec-image

রামুতে করোনা পরিস্থিতিতে কর্মহীন ২ শতাধিক দোকান কর্মচারিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে রামু সরকারি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সবাইকে সচেতনতার সাথে এ মহামারি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এজন্য সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে অবস্থান করতে হবে। মসজিদের পরিবর্তে সবাই যেন ঘরে নামাজ পড়ি।

রামুকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে হলে জেলার বাইরের লোকজনকে আসতে দেয়া যাবে না। আসলেও তাদের হোম কোয়ারেন্টাইন বা লকডাউন করা হবে।

তিনি প্রশাসনের পাশাপাশি দোকান কর্মচারিদের সহায়তায় এগিয়ে আসার জন্য প্রতিষ্ঠিত ব্যবসায়িদের প্রতিও অনুরোধ জানান।

এসময় রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায়, রামু থানার এএসআই অশোক চন্দ্র হালদার, এনএসআই প্রতিনিধি আবু হানিফ মো. রুবাইদ, সাংবাদিক সোয়েব সাঈদ ও শাহ আলম শান্ত, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সুমথ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোর্শেদুল আলম ও মো. খোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, প্রশাসন, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন