কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডশনের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

fec-image

কাপ্তাইয়ে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকাল ৩টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে বড়ইছড়ি মডেল কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়। ৭ম পর্যায়ে ২০২১ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ওই পুুরস্কার বিতরণ করা হয়।

মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা মুহাম্মাদ সোলাইমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইফা এফএস মুহাম্মাদ নুরুন নবী। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। বক্তব্য রাখেন, রাঙামাটি ইফা মাস্টার ট্রেইনার বখতিয়ার হোসেন, ফিল্ড সুপার ভাইজার এম মাঈনুল আলম মুবিন,কেয়ারটেকার সিরাজুল ইসলাম, শিক্ষক মো. কবির হোসেন ও হাফেজ আবুল কালাম।

পরে কাপ্তাই ইসলামিক ফাউন্ডশনের সাবেক এফএস এম মাঈনুল আলম মুবিনের বিদায় ও নবাগত মুহাম্মাদ নুরুন নবীর বরণ সংবর্ধনা দেয়া হয়। এসময় মসজিদ ভিত্তিক শিশুগণ শিক্ষার সকল শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন