কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

fec-image

রাঙামাটির কাপ্তাই প্রকৌশল একাডেমিতে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) সকাল সাড়ে ৯টায় প্রকৌশলী একাডেমীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.অলিউল্লাহ এনডিসি।

প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

এ সময় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ সোহেল হাসান, একান্ত সচিব আ.ন.ম নাজিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ও প্রকৌশলী একাডেমী পরিচালক উপস্থিত ছিলেন।

কর্মশালায় উদ্বোবনী এবং ই- গভর্নেন্স ও ইনোভেশনের গুরুত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে ঐ মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট ৩৫ জন অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন