কাপ্তাইয়ে চোলাই মদসহ যুবক আটক

fec-image

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাইমদ অটোরিক্সাসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার রাতে কাপ্তাই থানা পুলিশ ১নম্বর চন্দ্রঘোনা কেপিএম ইঞ্জিনিয়ার কলোনি হতে গোপন সংবাদের ভিত্তিতে আলী হাসানকে (২৫) আটক করা হয়।

আটককৃত যুবক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন শিকারপুর গ্রামের বাসবাস করে।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, থানার এসআ মো. ইখতিয়ার হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক আজাদ হোসেন পুলিশ ফোর্স নিয়ে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ইঞ্জিনিয়ার কলোনী এলাকা হতে অটোরিকশায় বসা অবস্থায় একজনকে রাতে আটক করা হয়।

আটক যুবকের তথ্যের ভিত্তিতে সিএনজি তল্লাশি করে ৪টি প্লাস্টিকের বস্তায় ১ শত ৫০টি স্যালাইনের প্যাকেট প্রতিটিতে ১ লিটার করে সর্বমোট ১শত ৫০লিটার দেশি চোলাইমদ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা। পুলিশ আরও জানান ওই চোলাইমদগুলো রাইখালী ইউনিয়ন ডলুছড়ি কিংবা ফুইট্যাছড়ি এলাকা হতে নৌপথে ওই চোলাইমদ পাচারের উদ্দেশ্যে কেপিএম পথটি ব্যবহার করতে চেয়ে ছিলো।

সোমবার আটককৃত যুবককে মাদক আইনে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন