কাপ্তাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন

fec-image

রাঙ্গামাটি জেলা রিজিয়ন কাপ্তাই ৭আর ই ব্যাটালিয়নের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ দৌড় শুক্রবার(২৬ফেব্রুয়ারি)সকাল ৯টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট গেইট হতে বাংলাদেশ শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটি হয়ে পুণরায় সুইডিশ গেইটে শেষ হয়। এ ৫কি.মি. ম্যারাথন দৌড়ে ৫২৩জন শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।

ম্যারাথন প্রতিযোগিতায় পুরুষ ১ম বিজয়ী রনি কুমার দাশ, ২য় ইসা হাবিউল্লাহ, ৩য় ইমতিয়াজ হোসেন রাব্বি এবং মহিলা দলের ১ম বিজয়ী সাবরিন সুলতানা, ২য় পদ্মা রাণী দাশ ও ৩য় বিজয়ী হ্ল মারমাকে পুরস্কার প্রদান করেন, ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ তুহিন উল আলম।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহান, বিএসপি আই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, পিডিবি উপ-ব্যবস্থাপক মো. কয়সুল বারীসহ প্রমুখ। পরে অতিথিরা বিজয়ীদের পুরস্কারসহ ম্যারাথনে অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করেন।

অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ তুহিন উল আলম বলেন, ম্যারাথন প্রতিযোগীরা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছে তারা আমাদের গর্ব আমাদের অহংকার এরা একদিন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে, বঙ্গবন্ধু, ম্যারাথন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন