কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে বালুরচর অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ( অবসর প্রাপ্ত) সেনা সৈনিক আব্দুর রশীদ(৯২) বাধক্যজনিত কারণে বুধবার নিজ ঘরে ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহে রাজেউন) তিনি দীর্ঘ দিন যাবত শারীরিক অসুস্থ জনিত কারণে ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে তিন মেয়ে ও বহু আত্বীয়স্বজন রেখেযান।  বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম গ্রহণ, ফুল দিয়ে শ্রদ্ধা ও এক মিনিট নিরাবতা পালন করা হয়।

সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদর হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নুরনাহার বেগমসহ অন্যন্যা কর্মকার্তা ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে পরে শীলছড়ি ওয়াপদা জামে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন