কাপ্তাইয়ে “বৈদেশিক কর্মসংস্থান” দক্ষতা র্শীর্ষক সেমিনার

fec-image

সব কিছু জেনে শুনে,দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তত হতে হবে। কোন দালাল বা প্রত্যারণার ক্ষপরে না পড়ার জন্য সকলকে সচেতন হতে হবে। এবং পাশাপাশি বিদেশে গমন করা হলে ৫টি ভাষা সকলেই শিখতে হবে। বাংলাদেশ বর্তমান সরকার আপনাদের এ ব্যপারে সকল সহযোগিতা দিয়ে চলছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার(১৬ ফেব্রুয়ারি) উপজেলা মিলনায়তনে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার নিমিত্তে “বৈদেশিক কর্মসংস্থান”র জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনারে উপরোক্ত বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারী পরিচালক নিহার কান্তি খীসা, জেলা টিটিসি কর্মকর্তা রতন চক্রবর্ত্তী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কর্নফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেনসহ প্রমুখ।

সেমিনারে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কর্মসংস্থান, কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন