কাপ্তাইয়ে রাইখালী বন্যহাতির আক্রমনে একজন আহত

fec-image

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের খন্তাকাটা এলাকায় গভীর রাতে বন্যহাতির আক্রমনে রাইখালী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন(৪২) গুরুতর আহত হয়ে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) রাত ১টা বাজে একদল বন্যহাতি খন্তাকাটা এলাকায় বসাবাড়িতে হামলা দিলে মো. নাছির উদ্দিন হাতির নিকট হতে আত্মরক্ষায় পালাতে গিয়ে আক্রমণের স্বীকার হয়ে গুরুত্বর আহত হয়। বর্তমানে তিনি খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে কাপ্তাই রাইখালী ইউসুফ তালুকদার কার্বারী জানান, প্রতিনিয়ত আমরা হাতির আক্রমের স্বীকার হচ্ছি গত তিনদিন পূর্বে ডংনালা এলাকায় একজন পল্লী চিকিৎসক বন্যহাতির আক্রমনে আহত হয়েছে। এদিকে সকল ফসলাধীর ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে জানান।

রাইখালী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক জানান, পাল্পউড বন বিভাগের আওতায় এসকল হাতি বার বার আক্রমণ করলেও বন বিভাগ নিরব রয়েছে।এ ব্যাপারে প্রশাসনের সকলকে বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে রাইখালী এলাকার লোকজন মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, বন্যহাতির আক্রমনে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন