কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ ও সেনাবাহিনী কর্তৃক কাঠ উদ্ধার

fec-image

কাপ্তাইয়ে রাইখালী রেঞ্জ নাড়াছড়া বরপাড়া হতে বন বিভাগ ও সেনাবাহিনী ৩০ হাজার টাকার কাঠ উদ্ধার করেছে।

রবিবার (১৪ আগস্ট) বিকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ ও কাপ্তাই ৫৬ সেনাজোন পরিত্যক্ত অবস্থায় ১৭৪ ঘনফুট সেগুন কাঠ ও ৭৬টি বল্লি যার পরিমাণ ৪৭৯ আরএফটি উদ্ধার করে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন, বনপ্রহরী হাসান ও আনিসুর রহমান সেনাবাহিনীর সহযোগিতায় কাঠগুলো উদ্ধার করেন।

রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন জানান, পরিত্যক্ত কাঠগুলো সেনাবাহিনীর সহযোগিতায় বাঙালহালিয়া বন চেক স্টেশনে রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন