কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

fec-image

রাঙামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবিতে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ায় সময় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় রাতে এক শিশুর মরদেহ সহ আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয়রা। তবে এখনো নিখোঁজ রয়েছে দুজন। জানা যায় নিখোঁজ দুজন মা ও ছেলে।

বুধবার (১ অক্টোবর) সকালে নিখোঁজ শিরিন আক্তারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে মাসুম নামের (৫) বছরের এক শিশু।

স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবে যায়।

লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, সকালে রাঙামাটি থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। আমরা ঘটনাস্থল থেকে নিখোঁজ শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করেছি। এখনো মাসুম নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার অভিযান চলছে, এই অভিযানে সেনাবাহিনী সহায়তা করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই হ্রদ, নিখোঁজ, নৌকাডুবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন