কুতুবদিয়ায় প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থী ৪২১৮ জন

fec-image

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় এবার প্রাথমিক সমাপনী (পিইসি ও এবতেদায়ি) পরীক্ষা উপজেলার সরকারি, কিন্ডাগার্টেন ও আনন্দ স্কুলসহ দেড়‘শ বিদ্যালয়ের ৪ হাজার ২১৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে পিইসিতে ৩ হাজার ৮১৬ জন এবং মাদ্রাসার এবতেদায়ি শাখায় ৪০২ জন।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইউনিয়ন ভিত্তিক ৬ কেন্দ্রে মোট ৪ হাজার ২১৮ জন শিক্ষার্থী অংশ নেবে। উত্তর ধুরুং ইউনিয়নে ছমদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পিইসি ৮৭৪ জন, এবতেদায়ী ১২০ জন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ধুরুং হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পিইসি ৪৫৬ জন, এবতেদায়ী ৮১ জন, লেমশীখালী ইউনিয়নে লেমশীখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিইসি ৪৮৬ জন, এবতেদায়ী ৮০ জন, কৈয়ারবিল ইউনিয়নে আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে পিইসি ৩৭৬ জন, এবতেদায়ী ৩২ জন, বড়ঘোপ ইউনিয়নে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিইসি ৮৯৯ জন, এবতেদায়ী ৩৭ জন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পিইসি ৭২৫ জন, এবতেদায়ীতে ৫২ জন পরীক্ষার্থী অংশ নেবে।

আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪১ টি কিন্ডার গার্টেন স্কুল ,৫১ টি আনন্দ স্কুল এবং এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন