কুতুবদিয়ায় সড়কে বিদ্যুতের খুঁটি: ব্রীজ নির্মাণে বাধাগ্রস্ত

fec-image

কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিভিন্ন সড়ক-উপসড়কে চলছে বিদ্যুতের চলমান কাজে খুঁটি বসানোর কাজ। অনেক স্থানেই অপরিকিল্পত ভাবে খুঁটি বসানোয় বাধাঁগ্রস্ত হচ্ছে উপজেলা সড়ক, ইউনিয়ন সড়কের ব্রিজ, কালভার্ট, ড্রেন সহ সড়ক উন্নয়ন কাজে। ধুরুংবাজারের পূর্ব পাশে মীরাখালী রোডে খালে দুই কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ হচ্ছে। পুরাতন ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ায় একই স্থানে ১৫ মিটার দীর্ঘ ৭.৩ মিটার প্রস্থ নতুন ব্রিজ নির্মাণে ইতিমধ্যে কার্যাদেশ হয়েছে। ব্রীজের কাজ শুরু হবে সহসাই। কিন্তু ব্রীজের সাথে বিদ্যুতের খুঁটি স্থাপন করায় কাজ শুরু হচ্ছেনা।

বড়ঘোপ পোস্ট অফিস রাস্তায় নির্মানাধীন ড্রেনে খুঁটি স্থাপন করায় ড্রেনের কাজ বন্ধ রয়েছে বলে উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছেন। এধরণের বেশ কয়েক স্থানেই সড়ক ঘেঁষেই বিদ্যুতের খুঁটি বসানোয় সড়ক-উপসড়ক গুলো সম্প্রসারণ করার কাজে ব্যাঘাত ঘটবে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী জামাল খান বলেন, উপজেলা সড়ক সহ ইউনিয়ন সড়কগুলোর অনেক জায়গায় সড়ক ঘেষেঁই বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে এসব সড়ক প্রসস্থকরণের। অপরিকল্পিত খুঁটি বসানোয় আগামীতে বাধাঁগ্রস্ত হবে উন্নয়ন কাজে। একই ভাবে ধুরুং বাজারের পূর্বপাশের  মিরাখালী সড়কে ২ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ব্রীজ নির্মাণ কাজের কার্যাদেশ হয়েছে। এখানেও ব্রীজ ঘেঁষে খুঁটি বসানো হয়। বিষয়টি তারা সাড়ে ৩ মাস আগেই স্থানীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লিখিত ভাবে জানিয়েছিলেন। কিন্তু কার্যকর ব্যবস্থা নেননি আবাসিক প্রকৌশলী। গত সপ্তাহে খুঁটিতে তার টানানোর সময় ফের জানানো হয়। দ্রুত ব্যবস্থা না নিলে ব্রীজ নির্মাণের অনেক পিছিয়ে যাবে বলে তিনি জানান।

আবাসিক উপ-সহকারি প্রকৌশলী আবুল হাসনাত বলেন, বিষয়টি আমাদের নজরে আসছে। বিভিন্ন সাইটে কাজ চলায় বিলম্ব হচ্ছে কিছুটা আগামী ঈদের আগেই তারা খুঁটিটি সরানোর ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন