কক্সবাজারে ঔষধের অনিয়ম সংক্রান্ত এ্যাকশন কমিটির সভা

fec-image

জেলায় ঔষধের অনিয়ম সংক্রান্ত এ্যাকশন কমিটির সভা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদ ইকবালের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব ড্রাগ সুপার রোমেল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন প্রতিনিধি ডাক্তার আলমগীর, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী এহসান,জেলা পুলিশের প্রতিনিধি, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আরিফ উল মওলা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বক্তব্য প্রদান করেন।

নকল ভেজাল ঔষধ বিতরণ, বিপণন, মেয়াদোত্তীর্ণ ঔষধ সময়মতো ফেরত প্রদান না করা, ফার্মাসিস্ট,লাইসেন্স বিহীন দোকান ও আনরেজিস্টার্ড ওষুধ দোকানে ওষুধ কোম্পানির ঔষধ প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানাসহ বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামীতে নিয়মিত অনিয়ম সংক্রান্ত এ্যকশন কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনিয়ম, ঔষধ, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন