বান্দরবানে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

fec-image

বান্দরবান- রোয়াংছড়ি সড়কে সড়ক ও জনপদ বিভাগের ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। তড়িঘড়ি করে বালু না দিয়ে মাটির উপরে নিম্নমানের ইট দিয়ে ঢালাই কাজ সম্পন্ন করছে মানু নামে এক ঠিকাদার। শুধু তাই নয় অতিরিক্ত বালু ও সিমেন্ট কম দিয়ে ড্রেইনের ঢালাই কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগও আছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, নিয়মানুযায়ী বেইজ তৈরি করে বালু দিয়ে এর উপর ইট বিছানোর কথা থাকলেও সেটি না করে কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন রকম কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠান। তবে সেসব কাজে সঠিকভাবে কর্তৃপক্ষের তদারকি নাই বলে অভিযোগ স্থানীয়দের।

সড়ক ও জনপদ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি অর্থ বছরে ২৪ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে দেড় কিলোমিটার ড্রেইনের নির্মাণ কাজে বরাদ্দ পায় মেসার্স এরাই ইন্টারন্যাশনাল নামে ঠিকাদার প্রতিষ্ঠান। বর্তমান কাজটি বাস্তবায়ন করছেন মানু নামে এক ঠিকাদার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেইন নির্মাণের কাজ প্রায় অর্ধেক শেষ। কোথাও দেওয়া হচ্ছে ঢালাই আবার কোথাও সমান্তরালে ভাবে মাটি কাটছেন শ্রমিকরা। আবার কোথাও বালু সলিং না দিয়ে ইট বিছানো কাজ শেষ। কয়েকটি স্থানে মনগড়া মতন ইট বিছানো হয়েছে। তাছাড়া সলিংয়ের চার ইঞ্চি করে ঢালাই দেওয়া কথা থাকলেও কোথাও সাড়ে দুই আবার কোথাও তিন ইঞ্চি করে ঢালাই কাজ করছেন। তবে মিশ্রিত মসলায় সিমেন্ট কম দেওয়াতে ঢালাই দেয়ার স্থানে পা দিলেই নিমিষেই ভেঙ্গে যাচ্ছে। ঢালাই দেওয়া গুলোতে হাত দিয়ে খুড়ে দেখলে শুধু বালু আর মাটি ছাড়া সিমেন্টের কোন চিহ্ন দেখা মেলেনি।

ড্রেন কাজে নির্মিত শ্রমিক মো. খায়ের বলেন, আমরা ম্যানেজার কথানুযায়ী কাজ করছি। বালু সলিং কেন দেননি এমন প্রশ্নের জবাবে বলেন, ম্যানেজার না বললে আমরা কীভাবে দিব। তারা যেভাবে কাজ করতে বলছে আমরা সেভাবে করছি। তাছাড়া বালু নিম্নমানের আর চার ইঞ্চি ঢালাই দেওয়া কথা থাকলে কোথাও দুই তিন ইঞ্চি দিয়ে কাজ করা হচ্ছে।

মানু ঠিকাদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আমি ব্যস্ত ছিলাম গতকাল। আর আমাকে ত সুযোগ দিতে হবে কথা বলার। আমার সাথে কথা না বলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন। আপনাদের কারণে আমরা বড় হতে পারবো নাহ নিচে থাকতে হবে।

সড়ক ও জনপদের অধিদপ্তরের সিনিয়র অফিসার অংশৈপ্রু মারমা (বাপ্রু) বলেন, প্রকল্পের ওয়ার্কারে মধ্যে সলিংয়ের বালু ধরা নাই। তবে ড্রেনের কাজ শতভাগ হচ্ছে বলে দাবি করেন তিনি।

সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারহান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কথা বলে জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনিয়ম, ড্রেন নির্মাণ, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন