কুতুবদিয়ায় ৬১ করোনা রোগী সুস্থ আছেন

fec-image

কুতুবদিয়ায় করোনায় আক্রান্ত ৬১ রোগী সুস্থ আছেন। আক্রান্ত শূন্য থেকে দু‘সপ্তাহের ব্যবধানে অর্ধ শতাধিক ব্যক্তির রিপোট পজিটিভ হয়ে যায়।

এছাড়া চট্টগ্রামে মৃতবরণকারি দু‘জন পজিটিভ ছিল। এ পর্যন্ত ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। আক্রান্তদের একজন চকরিয়া আইসোলেশন সেন্টারে, ২ জন চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে নিরাপদে আছেন।

বাকিরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন শারীরিকভাবে সুস্থ আছেন বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুনুল হকের দ্বিতীয় নমূনার রেজাল্ট নেগেটিভ এসেছে। জরুরি বিভাগের করোনায় আক্রান্ত অস্থায়ী কর্মচারি সালাউদ্দিন‘সহ তারা উভয়েই সুস্থ আছেন। তাদের সংস্পর্শের কেউ আক্রান্ত হননি।

স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. মো. জায়নুল আবেদীন বলেন, করোনা আক্রান্তদের পূর্ণ সামাজিক সহযোগিতা দিতে হবে। স্বাস্থ্য বিধিতে সঠিক ভাবে মাস্ক ব্যবহার নিশ্চিত করার ওপর তাগিদ দেন তিনি।

অপর দিকে নমুনা ফি ২০০ টাকা নির্ধারণ করায় উপজেলায় নমূনা প্রদানের হার প্রায় ২ ভাগে নেমে এসেছে। আক্রান্তও নেই বললেই চলে। ২ জুলাই নমূনা ছিল ৪ জন। পজিটিভ মাত্র ১ জন। ৩ জুলাই কেউ নমূনা দেয়নি। ৪ জুলাই নমূনা দিয়েছেন মাত্র দু‘জনে। ফলে দ্বীপে করোনা আক্রান্ত অনেকটা আতঙ্ক কমে এসেছে বলে মনে করেন সচেতন মহল।

বিধি নিষেধের আওতায় রয়েছে চ্যানেল পারাপার। অনুমতি নিয়ে জেটি পার হওয়া গেলেও জনপ্রতি ২০ টাকার ডেনিস বোট ভাড়া ২০০ টাকা নেয়ার অভিযোগ বিস্তর। হাট-বাজারে রয়েছে ৩ দিনের খোলা রাখার আইন।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জীবন যাত্রা স্বাভাবিক নিয়ন্ত্রণ করা হলে করোনা আক্রান্ত শূণ্যের কোঠায় আসার সম্ভাবনা দেখছেন অনেকেই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন