খাগড়াছড়িতে মানব সুরক্ষায় পুলিশের দুইদিনের কর্মশালা উদ্বোধন

SONY DSC

নিজস্ব প্রতিনিধি:

মানব সুরক্ষায় পুলিশের ভূমিকা অপরিসীম তাই আইন শৃংখলা রক্ষায় পুলিশের জ্ঞান থাকা খুবই প্রয়োজন। এ বিষয়ে জ্ঞান অর্জনে দুই দিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: মিজানুর রহমান শেখ।

অতিরিক্ত পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন UNDP Reform Expert মো: আব্দুল মান্নান। ইউএনডিপি এর সহযোগিতায় ও খাগড়াছড়ি পুলিশ এর ব্যবস্থাপনায় আজ সকাল ১০টায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

চট্টগ্রাম রেঞ্জ সার্কেল এ এস পি মাহমুদা বেগমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজান, বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, খাগড়াছড়ি এ এস পি সার্কেল শাহরিয়ার ও মো: জিয়াউল এবং সদর থানা অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান।

এতে জেলার সকল উপজেলায় কর্মরত প্রতিনিধি এই দুই দিনের কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন