‘সেনাবাহিনী এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সকল সহযোগিতা দিয়ে যাচ্ছে”

মহালছড়ি উপজেলা পরিষদ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে লে: কর্ণেল আবু সাঈদ 

Mahalchari Football turnament নিজস্ব প্রতিনিধি॥ এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আয়োজিত খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলা পরিষদ ফুটবল টুর্ণামেন্ট কানায় কানায় ভর্তি দর্শকের টান টান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ৭ আগষ্ট থেকে মহালছড়ি জোনের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে মহালছড়ি উপজেলার আওতাধীন ২০টি শক্তিশালী ফুটবল টিম অংশগ্রহনে শুরু হয় এই টুর্ণামেন্ট। উপজেলা পরিষদ ফুটবল টুর্ণামেন্ট নামের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ২৩ আগষ্ট শনিবার বিকাল ৩ টায় মহালছড়ি মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় । খেলা উপভোগ করার জন্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের হাজার হাজার দর্শক উপস্থিস্থিতে পুরো মাঠ জুড়ে পাহাড়ি-বাঙ্গালী মিলন মেলায় পরিণত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল আবু সঈদ আল-মসউদ,পিএসসি। ‘সারা বিশ্বের অন্যান্য দেশের ন্যায় এ দেশেও সকল সম্প্রদায়ের, সকল স্তরের মানুষের কাছে ফুটবল খেলা জনপ্রিয় একটি খেলা। এ ধরণের জনপ্রিয় প্রতিযোগিতামূলক খেলাধুলা আয়োজনে এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় হবে। সেনাবাহিনী এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে যে কোন ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে”- প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় মহালছড়ি জোন যে কোন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এতে আরো বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা। আজ ফাইনাল খেলায় দুটি শক্তিশালী টিম মহালছড়ি বন্ধন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মহালছড়ি টিলাপাড়া স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মহালছড়ি উপজেলা পরিষদ এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে একটি চ্যাম্পিয়ন ট্রফি ও ৩৫ হাজার নগদ টাকা এবং রানার আপ দলকে একটি রানার আপ ট্রফি ও ২৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়। খেলার প্রথমার্ধ শেষে মধ্যবর্তী সময়ে স্থানীয় ক্ষুদে শিল্পীদের নিয়ে পাহাড়ের সংষ্কৃতি বিষয়ক নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি জোনের অন্যান্য অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন