খাগড়াছড়িতে শারদীয় দূর্গাৎসবে গরীব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

puja pic 02 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:
 খাগড়াছড়িতে শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী গরীব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের লক্ষ্মী নারায়ন মন্দিরে সনাতন ছাত্র যুব পরিষদ এ বস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিম।
 সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুজা উয্জাপন কমিটির সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ, সম্পাদক নির্মল দেব, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য প্রমুখ।
অনুষ্ঠান শেষে  সনাতন ছাত্র যুব পরিষদের বার্ষিক প্রকাশনা “মহামায়া”র মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, প্রত্যেকে  যার যার ধর্ম পালন করার পাশা-পাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে। তবেই সকল ধর্মের মর্যাদা রক্ষা হবে। তিনি প্রত্যেকের কাছে শারদীয় দূর্গাৎসবের মাধ্যমে প্রত্যেকের কল্যান কামনার করে  আত্মার পরিশুদ্ধির  জন্যে আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন