খাগড়াছড়ির ৮ উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বিতরণ করেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৮ উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মো. শানে আলম ও জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান পদে তাজুল ইসলাম বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হওয়ার অপেক্ষায় রয়েছে। বাকী উপজেলাগুলোতে আ’লীগ ছাড়াও আঞ্চলিক সংগঠনগুলো স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ২১জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ির ৮ উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন