খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

fec-image

শ্রদ্ধা, ভালোবাসায় ও উৎসবমুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২তম জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

দিসবটি উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়নখাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন সেনা জোনের উদ্যোগে কেক কাটা,আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

পরে তিনি চিত্রাংকনসহ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শ বুকে লালন করে নিজেদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. এনামুল ইসলাম ও জিটুআই মেজর জাহিদ হাসানসহ উচ্চপদস্থ সামরিকর কর্তকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন