গণতন্ত্রে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে: মির্জা ফখরুল

fec-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্রে ফিরে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ হলো একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য এর বাইরে আর কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন প্রণয়ন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।”

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা যতই রাজনৈতিক কৌশল উদ্ভাবনের চেষ্টা করি, যতই বুদ্ধিজীবীদের দিয়ে সংস্কার করি না কেন যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসে, তাহলে কখনোই প্রকৃত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রেমী, স্বাধীনতাকামী। এই জাতি বহুবার লড়েছে, সংগ্রাম করেছে, এমনকি রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্যবশত, তারা বারবার হোঁচট খেয়েছে; তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে এবং আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করেছে।”

সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে সেটা তাকে সম্মান দেওয়ার শামিল হবে। আসলে, ‘মনস্টার হাসিনা’ দেশের বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষাসহ সব খাতকে ধ্বংস করে দিয়েছে।”

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, “৯০–এর গণঅভ্যুত্থানের সময় জিয়া পরিবার জনগণের পাশে ছিল, এখনও আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তারেক রহমান তখনও সোচ্চার ছিলেন, এখনও আছেন। যারা ‘পিআর’ পদ্ধতির কথা বলেন, তারা প্রকৃতপক্ষে নির্বাচন বা গণতন্ত্র কোনোটাই চান না।”

তিনি আরও বলেন, “আমাদের জন্য আগে বাংলাদেশ—না দিল্লি, না পিন্ডি। দেশ ও জাতির স্বার্থই সবার আগে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গণতন্ত্র, বিএনপি, মির্জা ফখরুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন