গোলটা তোকে উৎসর্গ করলাম, ওপারে ভালো থাকিস ভাই: রিতুপর্না চাকমা

fec-image

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে । এমন জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। বিশেষ করে, রিতুপর্না চাকমার ইউরোপিয়ান স্টাইলে করা গোলটি প্রশংসা পাচ্ছে একটু বেশি। সেই গোলটি আবার রিতু উৎসর্গ করেছেন প্রয়াত ছোট ভাই পার্বণ চাকমাকে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে সবাইকে অবাক করে দেন। এই ধরনের গোল ইউরোপিয়ান ফুটবলে বেশ দেখা যায়। গোলটি করার পর রিতুপর্না নিজের ফেসবুকে লেখেন, ‘আজকের এই গোলটা তোকে (প্রয়াত ভাই) উৎসর্গ করলাম। তুই থাকলে হয়তো দেখতে পারতি। খুব মিস করছি তোকে। ওপারে ভালো থাকিস ভাই আমার।’

আর আজ কাঠমান্ডুতে রিতুপর্না চাকমা সংবাদমাধ্যকে বলেন, ‘গোল পেলে ভাইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই গোলটি ভাইকে উৎসর্গ করলাম। ভালো লাগছে।’

আগামী মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে জিততে পারবো কি এ প্রসঙ্গে রিতুপর্না বলেছেন, ‘যদি পাকিস্তান ম্যাচের মতো পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে ভারতের বিপক্ষেও জিততে পারবো আশা করি।’

উল্লেখ্য, কিছুদিন আগে বিদুৎ স্পৃষ্ট হয়ে রাঙামাটির বাসায় মারা যান রিতুর একমাত্র ছোট ভাই পার্বণ। কলেজ পড়ুয়া ভাই অনেক উৎসাহ দিতেন রিতুকে। তার অকাল মৃত্যুতে এই ফুটবলার অনেকটাই ভেঙে পড়েছিলেন। শোক সামলে ফুটবলে ফিরেছেন দ্রুতই। পাকিস্তানের বিপক্ষে খেলার আগেই ঠিক করেছিলেন গোল পেলে প্রয়াত ভাইকে উৎসর্গ করবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফুটবল, রিতুপর্না চাকমা, সাফ গেইমস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন