ঘুমধুমে ৩৪ বিজিবি‍‍র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

fec-image

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক শহর থেকে চিকিৎসা সেবায় পিছিয়ে থাকা ঘুমধুমের সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিজিবির ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা মোতাবেক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ঘুমধুম ইউনিয়ন পরিষদের হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৯৪ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন এসএম সাকিবুর রহমান।

তিনি বলেন, ঘুমধুম সীমান্তে পাহারার পাশাপাশি সেবামূলক এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

এসময় ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মেডিকেল ক্যাম্পেইনের কোম্পানি কমান্ডার মো. মান্নান, সুবেদার নুর নবীসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঔষধ, ঘুমধুম, চিকিৎসা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন