চকরিয়ায় শিক্ষার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের মেধা বৃত্তি পরীক্ষা

চকরিয়া প্রতিনিধি:

শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বহুল প্রত্যাশিত প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের অনুপ্রেরণায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘উপজেলা পরিষদ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্বাবধানে রবিবার(২৪ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের এ মেধার যুদ্ধ প্রতিযোগিতায় পরীক্ষায় ২৪৮টি বিদ্যালয়ের অংশ গ্রহণে ৪র্থ ও ৭ম শ্রেণির ৭০৯জন মেধাবী শিক্ষার্থী মেধা অন্বেষন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে। ওই মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের মেধা বৃত্তি পরীক্ষার এ যুদ্ধে প্রাথমিক পর্যায়ের ১৯৫টি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৫০৩জন ছাত্র-ছাত্রী এবং মাধ্যমিক পর্যায়ের ৫৩টি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪৮জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান ব্রাক্ষনবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাহেদুল ইসলামের ঐকান্তিক অনুপ্রেরণা ও প্রচেষ্টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এ মেধা বৃত্তি পরীক্ষা চালু করেছিলেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর পরীক্ষাটি চালু হয়ে আসছে।

অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক। পরীক্ষায় সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে ছিলেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রতন বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, মো. আবু জাফর, বিকাশ ধর, উপজেলা টেকনেশিয়ান মো. এরশাদুল হকসহ উপজেলা প্রশাসনের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেধা বৃত্তি পরীক্ষার ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য উপজেলার প্রত্যেক গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত শিক্ষার্থীদের মেধার যেন বিকাশ হয় এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয় এ জন্য মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন। অন্যান্য বছরের চেয়ে এ বছর মেধা বৃত্তি পরীক্ষাটি নতুন রূপে ভিন্ন আঙ্গিকে অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে। খুবই শীঘ্রই উপজেলা প্রশাসন থেকে এই মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বৃত্তি প্রদান করা হবে বলেও তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন