চার হাজারী ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি তামিম

b_tmhq7uoaijctz_56574খেলা ডেস্ক:
রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ হয়েছিল তামিম ইকবালের। ২৯ রান দূরে থেকে বিশ্বকাপ মিশন শুরু করলেও, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সে লক্ষ্যে পৌঁছাতে পারেন নি তামিম।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কাংখিত মাইলফলকটির দেখা পেলেন তামিম ইকবাল। বিশ্বকাপ শুরুর সময় থেকেই অপেক্ষা করছিলেন এই মাইলফলকে নিজের নাম লেখানোর জন্য। কিন্তু তামিম না পারলেও প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের কৃতিত্ব গড়েন সাকিব আল হাসান।

এবার সাকিবের সঙ্গে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। নেলসনের স্যাক্সটন ওভালে ওভারের চতুর্থ বলে ওয়ার্ডলকে বাউন্ডারি মেরেই সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছে যান বাংলাদেশ দলের ওপেনার।

স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তামিমের নামের পাশে লেখা ছিল ৩৯৯০ রান। অথ্যাৎ আর ১০টি রান হলেই চার হাজারি ক্লাবের তালিকায় নাম লেখাবেন তিনি। আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো তার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন