জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২, কক্সবাজার সদরে শ্রেষ্ঠ হলেন যারা

fec-image

“জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২” উদযাপন উপলক্ষ্যে কক্সবাজার সদর উপজেলায় ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান‘ হিসেবে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং কলেজ পর্যায়ে প্রথম স্থানে মনোনীত হয়েছে।

গত ১৯ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দীন সাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

তিনজন ‘শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান’ তালিকায় বিদ্যালয় পর্যায়ে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন দ্বিতীয় এবং মাদরাসা পর্যায়ে কক্সবাজার আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী তৃতীয় স্থানে রয়েছেন।

মোট ১৬ ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

হুবহু ওই তালিকা নিম্নে দেওয়া হলো-

শ্রেষ্ঠ শিক্ষার্থী:

(ক) রেহনুমা কামাল কাশপিয়া, একাদশ শ্রেণি, কক্সবাজার সরকারি মহিলা কলেজ (কলেজ)।

(খ) খালেদ বিন রশিদ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (বিদ্যালয়)।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক:

(ক) প্রফেসর মো. গিয়াস উদ্দিন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান, কক্সবাজার সরকারি কলেজ (কলেজ)।

(খ) জামাল উদ্দীন, সিনিয়র শিক্ষক, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (বিদ্যালয়)।

(গ) আবুছালেহ মুহাম্মদ আরিফুর রহমান, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা (মাদ্রাসা)।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান:

(ক) কক্সবাজার সরকারি কলেজ (কলেজ)।

(খ) কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (বিদ্যালয়)

(গ) কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা (মাদ্রাসা)।

শ্রেষ্ঠ স্কাউট: খালেদ বিন রশিদ, ১০ম শ্রেণি, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ গালর্স গাইড: উলফাত আবেদীন ফারাহ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি।

শ্রেষ্ঠ রোভার স্কাউট: তমজিদুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান (স্নাতকোত্তর), কক্সবাজার সরকারি কলেজ।

শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট: মঈন উদ্দীন রাকিব, (বিএনসিসি নৌ শাখা) কক্সজার সরকারি কলেজ।

শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ: কক্সবাজার সরকারি কলেজ।

শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ: (বিএনসিসি সেনা শাখা) কক্সবাজার সরকারি কলেজ।

শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক: মো. ইব্রাহিম খলিল, সিনিয়র শিক্ষক, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।

শ্রেষ্ঠ রোভার শিক্ষক: এহেছানুল হক হেলালী, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ।

শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক: মুহাম্মদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, কক্সবাজার সরকারি কলেজ।

শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক: মর্জিনা আরা বেবগম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কক্সবাজার সিটি কলেজ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর, কক্সবাজার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন