জয়বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড পেলেন ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রথম লেখক ইয়াংঙান ম্রো

fec-image

সেরা প্যাথ ফাইন্ডার এওয়ার্ড ক্যাটাগরিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই জয় বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড লাভ করলেন ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রথম লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো। মূলত তাঁর লেখালেখি, গবেষণা ও সমাজ সেবামূলক কার্যক্রমের জন্যই এই পুরষ্কার বলে জানান লেখক ইয়াংঙান ম্রো।

রাজধানী সাভারের শেখ হাসিনা যুব ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।  তাঁর এ অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

ইয়াংঙান ম্রো অনুভূতি প্রকাশ করে বলেন, খুব ভালো লাগছে পুরস্কার পেয়ে। যে দুর্গমতার মধ্যে আমার বেড়ে ওঠা সেখান থেকে উঠে এসে এই ধরণের জাতীয় পুরস্কার অর্জন করাটা আমার জন্য গৌরবের।

ইয়াংঙান ম্রো’র জন্ম বান্দরবান পার্বত্য জেলার চিম্বুক পাহাড়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা ইনস্টিটিউট থেকে ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। সেই সময় ম্রোদের মধ্যে স্নাতকোত্তরধারী দ্বিতীয় ব্যক্তি ছিলেন তিনি। পাস করে নয়টা-পাঁচটার চাকরি না করে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন। ইয়াংঙানের প্রকাশিত বই ১৫টি। প্রকাশিতব্য বইয়ের তালিকায় আছে ১০১ জন ম্রো ব্যক্তিত্বের জীবনী ও আত্মজীবনী বেদনার মহাকাব্য। পাশাপাশি নিজ জনগোষ্ঠীর গল্পগুলো তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চিম্বুক পাহাড়ের রামরিপাড়ায় সম্প্রতি একটি পাঠাগার গড়ে তুলেছেন ম্রো ভাষার লেখক ইয়াংঙান ম্রো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াংঙান ম্রো, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জয়বাংলা ইয়্যুথ অ্যাওয়ার্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন