টেকনাফে আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

fec-image

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠি হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর।

উপ দপ্তর সম্পাদক মো. ইউসুফ ভুট্টোর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, সাংগঠনিক সম্পাদক এড মইনুল হোসেন চৌধুরী, হাজী হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. নুর মোহাম্মদ গণি, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, উপ প্রচার সম্পাদক নবী হোছাইন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নজীর আহমদ সীমান্ত, সদস্য যথাক্রমে আহমদ হোসেন মেম্বার, হাম জালাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন কারাভোগ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের আজকের দিনে দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে। তাই দিনটি স্মরণ করে মুজিব আদর্শের বিশদ আলোচনা করা হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, বঙ্গবন্ধু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন