টেকনাফে ১ দালালসহ ৩২ মালয়েশিয়াগামী যাত্রী আটক

টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া চেকপোষ্টে ৩টি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১ রোহিঙ্গা দালালসহ ৩২ মালয়েশিয়াগামীকে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর সোমবার ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে দমদমিয়া বিজিবির চেকপোষ্টে নায়েক সুবেদার আসাদের নেতৃত্বে ঢাকা থেকে ছেড়ে আসা টেকনাফগামী ১টি সৌদি ও ২টি এস.আলম পরিবহনে তল্লাশী করে ১ রোহিঙ্গা দালালসহ নরসিংদির ১৮, ঝিনাইদহ ৪, নারায়ণগঞ্জ ৪, বগুড়া ১, যশোর ৪ মালয়েশিয়াগামীকে আটক করে। তাদের সাথে থাকা দালাল মিয়ানমারের ধনখালী এলাকার রহমত উল্লার পুত্র ইব্রাহীম (২৫) সহ মোট ৩২ জনকে বিজিবি আটক করেছে।
 
রোহিঙ্গা নাগরিক ইব্রাহীম জানান- টেকনাফ সদরের নতুন পল্লান পাড়া এলাকার শফিউল্লাহ শফু উত্তর বঙ্গের লোকদের আনার জন্য তাকে চট্টগ্রাম পাঠিয়েছিল। এদিকে আটক থাকা ঝিনাদহের এক যুবক জানান, আমাদেরকে দালালরা বলেছে কোন ধরপাকড় নেই, নিরাপদে এসি জাহাজে করে মালয়েশিয়া পৌছে দেওয়া হবে। অগ্রিম প্রদান করতে হবে না। মালয়েশিয়া যেতে যাত্রীরা জনপ্রতি দালালকে নগদ দু’লাখ টাকা দিয়েছে বলে জানায় আটক মালয়েশিয়াগামীরা। আটকদের স্বীকারোক্তি নিয়ে জড়িত দালালদের চিহ্নিত করা হয়েছে।আটককৃত পাচারকারীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন