টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন

fec-image

করোনা ভাইরাসের কারণে পর্যটকশূন্য কক্সবাজার টেকনাফে সমুদ্র সৈকতের তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে মৃত ডলফিন। স্থানীয়দের ধারণা- জেলেদের জালে আটকে বা আঘাত পেয়ে মারা গেছে।

শনিবার (৪ এপ্রিল) টেকনাফ উপজেলার শাপলাপুর সমুদ্র সৈকতে ভেসে আসে এ মৃত ডলফিন।

সাগর উপকূলীয় এলাকাবাসী জানায়, গত দুই দিনে টেকনাফ উপকূলে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন, দরিয়ানগরের প্যারাসুট পয়েন্টে দুইটি ও একটি কাছিম মৃত দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। অথচ কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে কয়েকদিন আগে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছিলো না।

শামলাপুর পুরান পাড়া এলাকার সমাজসেবক আয়ুব আলী বলেছেন- গত ২৩ মার্চ সকালে সমুদ্র সৈকতে ১০ থেকে ১২টি ডলফিনের এই দলটি নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলছিলো। আমাদের কি দুর্ভাগ্য। কিছুদিন হলো ডলফিনের খেলা দেখেছি। কিন্তু কয়েকদিন না যেতেই ডলফিনের মৃতদেহ দেখতে হলো।

টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ বলেন, জোয়ারের সময় দুই-একটি মৃত ডলফিন তীরে আসে। পরবর্তীতে ভাটার সময় সেটি চলে যায়। কেন ডলফিন মারা যাচ্ছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন