ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি

fec-image

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সলীহ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসময় মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে ঢাকায় এসেছেন।

বিমানবন্দর থেকে তিনি যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১ এ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। তারপর তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার রজতজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ইব্রাহিম মোহম্মদ সলীহ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঢাকা, প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন