তুমব্রু সীমান্তের ওপারে আবারো গুলির শব্দ

fec-image

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে ২৪ ঘণ্টার পার না হতেই আবারো গুলি বর্ষণের শব্দ ভেসে এসেছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে পরপর ৪ রাউন্ড একে-৪৭ রাইফেলের গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আবদুর রহিম ও মং তঞ্চঙ্গ্যা জানান, গত ৩০, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি এই তিন দিনে এ সীমান্তে স্মরণকালের বড় আকারে গোলাগুলির শব্দ শুনেছে এলাকাবাসী। গত ১ জানুয়ারি ১০টার পর থেকে ২ জানুয়ারি দুপুর ১২টা বন্ধ থাকার পর সাড়ে ১২টার দিকে আবারো ৪ রাউন্ড গুলির আওয়াজ পায় স্থানীয়রা। এছাড়া বুধবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার পরপরেই ৪ রাউন্ড একে-৪৭ রাইফেলের আওয়াজ শুনেন তারা। যার ফলে কিছুটা ভয় পেয়ে যান। তবে এসময় বাংলাদেশের অংশে গুলির কোন খোসা বা বুলেট আসেনি বলে জানান তারা।

উল্লেখ্য, গত ২ বছর প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সে দেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার তুমুল সংঘর্ষ চলে আসছে। এ সময়ের মধ্যে দফায দফায় গোলাগুলিতে কয়েকদফা মর্টার শেল এসে পড়ে নাইক্ষ্যংছড়ি তুমব্রু গ্রামে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন