ত্বকের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন কেন?

fec-image

চুল ঘন ও মজবুত করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করি আমরা। তবে ত্বকের যত্নেও কিন্তু এই তেল অনন্য। জেনে নিন কেন ও কীভাবে ত্বকে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন।

ত্বকে কী কী উপকার করে ক্যাস্টর অয়েল?

  • প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক নরম রাখে।
  • ক্যাস্টর অয়েলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকে থাকা জীবাণু দূর করে।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে।
  • ত্বকে বলিরেখা পড়তে দেয় না সহজে।

যেভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল:

  • ক্যাস্টর অয়েলে তুলা ভিজিয়ে ত্বকে লাগান। ৩ থেকে ৫ মিনিট ম্যাসাজ করে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।
  • একটি ডিমের কুসুম, ২ চা চামচ ক্যাস্টর অয়েল ও ২ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন