ত্বক পরিষ্কার রাখবে প্রাকৃতিক ক্লিনজার

873143_8988

পার্বত্যনিউজ ডেস্ক:

ধুলাবালি থেকে ত্বককে রক্ষা করার জন্য নিয়মিত ত্বক পরিষ্কার করা জরুরি। ফেসওয়াশের বদলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন ত্বক পরিষ্কার করার জন্য। নিয়মিত ব্যবহার করলে পরিষ্কার হওয়ার পাশাপাশি উজ্জ্বল হবে ত্বক। জেনে নিন ত্বক পরিষ্কার রাখার প্রাকৃতিক ক্লিনজারগুলো কী কী-

আপেল সিডার ভিনেগার
এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে খুবই কার্যকরী। ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে আপেল সিডার ভিনেগার। এটি ব্রণ দূর করে ও লোমকূপ ভেতর থেকে পরিষ্কার করে। দুইভাগ সাধারণ ভিনেগারের সঙ্গে একভাগ আপেল সিডার ভিনেগার মিশিয়ে মুখ মুছে নিন। তারপর মাইল্ড ময়েশ্চারাইজার লাগান ত্বকে।

দই
দইয়ে আছে প্রোটিন এবং ল্যাক্টিক এসিড। এই দুটি উপাদান ত্বকে পুষ্টি যোগানোর পাশাপাশি প্রাকৃতিকভাবে পরিষ্কার করে ত্বক। দই ধীরে ধীরে ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

মধু ও লেবু
লেবুতে রয়েছে ভিটামিন সি। মধু ও লেবু একসঙ্গে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক থেকে দূর হবে ক্ষতিকারক বিভিন্ন উপাদান।

অলিভ অয়েল
সব ধরনের ত্বকের জন্যই অলিভ অয়েল অত্যন্ত কার্যকরী ক্লিনজার। হাতে অলিভ অয়েল নিয়ে ধরে ধীরে ম্যাসাজ করুন ত্বকে। কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলুন ত্বক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *