থানচিতে স্বাস্থ্যসম্মত ল্যাপটিং স্ল্যাইপ উপকরণ পেল হতদরিদ্র ৮৫ পরিবার

fec-image

বান্দরবানে থানচিতে স্বাস্থ্যসম্মত ল্যাপটিং স্ল্যাইপ উপকরণ পেল ৮৫ জন হতদরিদ্র পরিবার। তারা সকলের গ্রামীণ উন্নয়ন সংগঠন ( গ্রাউস) স্যাপলিং প্রকল্পের ওয়াটার এইচ ডিস্টুবিশন শাখা প্রকল্পের উপকারভোগী ছিল। দাতা সংস্থা ইউনাইটেড ষ্ট্রেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (Usaid) অর্থায়নে আন্তর্জাতিক এনজিও সংস্থা হেলেন কেয়ারের সহযোগীতায় থানচি সদর ও রেমাক্রী ২ ইউনিয়নের ১৫০জন হতদরিদ্র পরিবারকে এ্র আওতায় আনা হয়েছে।

এই উপলক্ষে গ্রামীণ উন্নয়ন সংগঠন (গ্রাউস) স্যাপলিং প্রকল্পের আয়োজনে এবং স্যাপলিং প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের প্রধানকে বিতরণের মাধ্যমে শুভ উদ্বোধন করেন থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম)।

এ সময় উপস্থিত ছিলেন থানচি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার চাইসিংউ মারমা, স্যাপলিং ও ওয়াটার এইচ ডিস্টুবিশন শাখা প্রকল্পের মাঠ কর্মকর্তা অংক্যজ রাখাইন, হেলেন কেয়ার এর ম্যানেজার মংটিং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক এনজিও সংস্থা, ল্যাপটিং স্ল্যাইপ, হেলেন কেয়ার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন