থানচিতে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

fec-image

বান্দরবানে থানচিতে বাংলাদেশ জাতিয়ীতাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশে সারাদেশের ন্যায় থানচি উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটা থানচি বাজার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি যথাযথভাবে পালন করা হয়েছে।

প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। বিএনপি সদর ইউনিয়ন সভাপতি আবু নোমানের সঞ্চালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু (জেরি) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা মহিলা দলের সহ-সভাপতি উম্মে কুলসুম লিনা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইঁয়া, উপজেলা যুব দলের আহবায়ক মংসিংহাই মারমা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাকুড়াম ত্রিপুরা, যুবদল রেমাক্রি ইউনিয়ন সভাপতি আছো মং মারমা, তিন্দু ইউনিয়ন সভাপতি শৈবা থোয়াই মারমা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক চংলক ম্রো, প্রমুখ।

প্রধান অতিথি সাচিংপ্রু জেরী কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে এ সরকার পতনের ঐক্যবদ্ধ আন্দোলনের যোগ দিন সফল করুন থানচিবাসীকে আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় পার করছে। আমরা একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি। বর্তমান আওয়ামী লীগ সরকার ১৯৭৫ সালে একবার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল, আবারো ক্ষমতায় এসে এক যুগ ধরে তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একটি স্বৈরাচার রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি নেতাকর্মীদের সু-সংগঠিত আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ২০২৩ সালের মধ্যে হারিয়ে যাওয়া সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। এ জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাচিংপ্রু জেরি অবিলম্বে একটি নিরপেক্ষ সরকার গঠন করে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার দাবি জানান। এ জন্য কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন প্লে কার্ড, লিফলেট, ব্যানার হাতে নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন