দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা প্রদান

fec-image

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তার চেক তুলে দেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম ক্ষতিগ্রস্থ সাত ব্যবসায়ী প্রত্যেককে নগদ সাড়ে সাত হাজার টাকাসহ ত্রিশ কেজি হারে চাল বিতরন করেন। অনুদান প্রাপ্তরা হলেন, জনাব নির্মল কান্তি চাকমা, মো. আলমগীর হোসেন, মো. বেলাল হোসেন, মো. লুৎফুর রহমান, মো. রাকিব হোসেন, রুমেন চাকমা, মো. আজিজুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুস সালাম।

উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বর এলাকায় সৃজন কম্পিউটার এন্ড স্টুডি থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে নির্মল কান্তি চাকমার বইয়ের দোকান পাবর্ত্য লাইবেরী, আব্দুল আজিজ হকের চায়ের দোকান, রাকিবের অটো ওয়ার্কসপ, লুৎফর রহমানের সাইকেল গ্যারেজসহ সাত জনের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন