দুর্যোগ মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর মহড়া

fec-image

দুর্যোগ মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী মহড়া দিয়ে ও প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গাদের মধ্য থেকে ১০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করছেন বলে জানা গেছে।

টানা কয়েকদিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড় ধসে টেকনাফে মারা গেছে ৩ শিশু। বন্ধ হয়েগিয়েছিল মেরিন ড্রাইভ সড়ক।

এটি বিবেচনায় এনে সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশন ৭টি সেনা ক্যাম্পের অধিনে রোহিঙ্গা নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পাহাড় ধস এবং দূর্যোগ মোকাবেলার উপর ১১ ও ১২ সেপ্টেম্বর সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার শুরুতে প্রত্যেক সেনাক্যাম্প কমান্ডার (অফিসার) অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন ও অংশগ্রহণকারী ও সেনা সদস্যদের অংশগ্রহণে একটি মহড়া করে দেখানো হয়।

পরবর্তীতে রোহিঙ্গা নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে হাতে-কলমে মহড়ার অনুশীলন করানো হয়। মহড়ায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি ব্যবহার ও সুষ্ঠুভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গত দুইদিনে পরিচালিত এ মহড়ায় সর্বমোট ৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে বলে জানা গেছে।

আগামী ৪ দিনে আরো বেশ কয়েকটি অনুশীলনের মাধ্যমে প্রায় ১০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের পারদর্শী করে তোলার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন